আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া এই প্রতিপাদ্য সামনে রেখে ৬ অক্টোবর (সোমবার) ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত হলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল।এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ(বিপিএম),সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল তার বক্তব্যে বলেন, নগর পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা যদি বসবাসযোগ্য ও উন্নত শহর গড়তে চাই, তাহলে আগে থেকেই পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। অপরিকল্পিত নগরায়ণ ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম তার বক্তব্যে বলেন, নগর ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষার দিকটি খুবই গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত বসতি এবং অব্যবস্থাপনার কারণে অনেক সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তাই পরিকল্পিত নগরায়ণ কেবল উন্নয়নের জন্য নয়, নিরাপত্তার জন্য হতে হবে।
র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।