পিরোজপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। তিন বছর আগে জাতীয় গ্রিডের একটি সাব-স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনো কাজ শুরু হয়নি। জেলা শহরে নিজস্ব কোনো গ্রিড সাব-স্টেশন না থাকায় ২৮ কিলোমিটার দূরের বাগেরহাট থেকে বিদ্যুৎ এনে চাহিদা মেটাতে হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।
বিদ্যুৎ ঘাটতির কারণে নিয়মিত ভোল্টেজ সমস্যায় পড়ছে পুরো শহর। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন ঠিকমতো চালানো যাচ্ছে না, ফলে পানি সরবরাহে বারবার বিঘ্ন ঘটছে।
জেলার অর্থনৈতিক উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে এই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। স্থানীয়দের অভিযোগ, ঝড়-বাতাস তো দূরের কথা—হালকা আবহাওয়াতেও বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা।ৎ
এই সমস্যা সমাধানে জেলার কদমতলা এলাকায় একটি গ্রিড সাব-স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হলেও তিন বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে বিদ্যুৎ ও ভোল্টেজ সংকটে শিল্পায়ন ব্যাহত হওয়ার পাশাপাশি পৌরসভার লক্ষাধিক বাসিন্দা পানির সংকটে পড়ছেন।
পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার হাওলাদার বলেন,“পিরোজপুরে বিদ্যুৎ আসে পাশের জেলা বাগেরহাট থেকে। দীর্ঘদিনের এই অনিয়মের কারণে এখানে কোনো মিল, ফ্যাক্টরি বা কলকারখানা গড়ে উঠছে না। যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যেত, তাহলে শিল্প স্থাপনের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি হতো।”
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজ শেখ বলেন,“ভোল্টেজ সমস্যার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও ঠিকভাবে পানি সরবরাহ করতে পারছে না। বিদ্যুতের এই অনিয়ম আমাদের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।”
এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান বলেন,“পিরোজপুরবাসীর দুর্ভোগ কমাতে একটি গ্রিড সাব-স্টেশন নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই কাজ শুরু হবে।”
জানা গেছে, জেলার কদমতলা এলাকায় প্রায় ৩ একর জমির ওপর ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি গ্রিড সাব-স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এই প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ সংকট কাটবে এবং পিরোজপুরে শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
https://slotbet.online/