পিরোজপুরের মঠবাড়িয়া হৃদয় নামে ১৭ বছর বয়সী এক কিশোরের গলাকাটা গলিত লাশ বস্তায় পেচানো অবস্থায় উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌর শহরের বহেরাতলা এলাকার সাবেক কাউন্সিলর জিল্লুর রহমানের বাড়ির সন্নিকটে খালের পাঢ় থেকে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। গত ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে অপহরণকারীরা হৃদয়কে অটো রিক্সা সহ অপহরণ করে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেন। এ সময় অপরপ্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে অটোচালক হৃদয়কে ছাড়ার জন্য পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ গত দুদিনেও হৃদয়কে উদ্ধার করতে পারেনি। পরে বরিশালের র্যাবের কাছে সহযোগিতা চেয়েছেন। সন্ধ্যায় তার মরদেহ বস্তা ভর্তি অবস্থায় পাওয়া যায়। থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, এলাকাবাসী বহেরাতলার খালে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুদিন আগে অটোচালক হৃদয় নিখোঁজ হয় তার পরিবার এসে মরদেহ শনাক্ত করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/