• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অভিনব কৌশলে প্রতারণা ‎উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশংসাপত্র দিতে অর্থ আদায়ের অভিযোগ বিরলে প্রতিপক্ষের হুমকিতে শান্তিপূর্ণ বসবাসের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা পিরোজপুরে ছাত্রলীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন আতিকুর রহমান খান হৃদয় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ‘বহিরাগত’ তকমা দিয়ে বিএনপি প্রার্থীকে হুমকি: আইন ও আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন সুন্দরবনে ৩ হরিণ শিকারি আটক, ৬০০ ফুট ফাঁদ ও ট্রলার জব্দ বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ! ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী স্কুল ‘রাইজিং চাইল্ড কেয়ার’

বৈষম্যবিরোধী হত্যা মামলার তদন্ত গুরুত্বের করার নির্দেশনা দিলেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

Reporter Name / ২৩৭ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে আজ শনিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স (সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, জুলাই গণঅদ্ভ্যুত্থানের পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট বৃন্দকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তথাপি সাম্প্রতিক সময়ে আদালতে হাজিরা দিয়ে যাওয়ার পথে একজন ব্যাক্তিকে আদালত প্রঙ্গনের অদূরেই গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক, আদালতে আসা-যাওয়ার পথে বিচারপ্রার্থী জনগণ, বিজ্ঞ বিচারক ও আইনজীবীবৃন্দ যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তবে ন্যায় বিচার প্রশাসন পরিচালনা ব্যাহত হবে। তিনি তার বক্তৃতায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় করা মামলাগুলো গুরুত্বের সাথে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেন, ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে ১৭৩এ ধারাটি যুক্ত করার একটি হলিস্টিক পারপাস রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধারাটির কিছু অপব্যবহার হচ্ছে। সেই বিষয়ে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ভিকটিমদের জখমী সনদ প্রদানের ক্ষেত্রে এবং ডাক্তার সাক্ষীদের আদালতে উপস্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে অংশ নেওয়া ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, কনফারেন্সে আলোচকবৃন্দ সমন/ওয়ারেন্ট/হুলিয়াও ক্রোকী পরোয়ানা তামিল, যথাসময়ে সাক্ষীদের হাজির করা, আদালত চত্বরের নিরাপত্তা বিধান, ইনকোয়ারী বা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মতো ইনজুরি সার্টিফিকেট, ময়না তদন্ত, ফরেনসিক ও ভিসেরা রিপোর্ট প্রাপ্তি, পুলিশ রিমান্ড/অন্তবর্তী তদন্ত প্রতিবেদন, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন, বিচারিক অভিগম্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ফৌজদারী কার্যবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাম্প্রতিক সংশোধনী সমূহ নিয়ে সম্মেলনে বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব এহসানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় বিজ্ঞা মহানগর দায়রা জজ মো: সাব্বির ফয়েজ নিয়মিত পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছে কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌছায় না। অপরাধী যেই হোক না কেন তার যথোচিত বিচারও যেমন হতে হবে, বিচার যে হচ্ছে সেই সংবাদটিও জনগণের কাছে পৌছাতে হবে। তিনি আগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মানুষ আপনাদের প্রসংশা করার জন্য মুখিয়ে আছে, শুধু আপনাদের কাছে আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়, হাসি মুখে দায়িত্ব পালন করুন সেটা চায়, মানুষ আপনার ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়। তিনি কনফারেন্সে আলোচ্য বিষয়গুলো কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকা ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে মাননীয় মহানগর দায়রা জজ স্যারের অভিভাকত্বে মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যারের বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা মহানগরীর ফৌজদারী বিচার ব্যবস্থায় প্রসংশনীয় পরিবর্তন নিয়ে এসেছেন। তবে, দেশের প্রায় দুই কোটির ও অধিক লোকের বাস এই মহানগরীতে হওয়ায় তাদের বিচারের চাহিদা পূরণে আদালত ও বিচারকদের সংখ্যা বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ডিসি ক্রাইম, ঢাকা, ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি, ডিসি ট্রাফিক (লালবাগ) সহ বিভিন্ন পদস্থ পুলিশ কর্মকর্তা। এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ, নিটোর হাসপাতালের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/