สล็อต สล็อต
২০২৬ সালে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে দেশ: বাণিজ্য উপদেষ্টা ২০২৬ সালে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে দেশ: বাণিজ্য উপদেষ্টা – banglar doot
  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মরহুম তারিকুল ইসলাম এর কবর জিয়ারত ও পরিবারের সার্বিক অবস্থার খোঁজ খবর নিলেন বিএনপি নেতৃবৃন্দ সুন্দরবনে অভয়াশ্রম কমানোর দাবীতে জেলেদের মানববন্ধন ঝিনাইদহে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার প্রতিদিনের সমস্যা এখন প্রধান সড়ক । দেবিদ্বারে ৪ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান- অমুসলিম নাগরিক রাষ্ট্রের কাছে আমানত তদন্তে শেষেই নেয়া হবে ব্যবস্থা সাংবাদিকদের প্রশ্নের জবাবে – ডিআইজি আমিনুল ইসলাম জনগণ ভোট দিলে গড়বো ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ এক কিংবদন্তী দানবীরের গল্প রনদা প্রসাদ সাহা হরিপুরে বিএনপি নেতা বহিষ্কার

২০২৬ সালে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে দেশ: বাণিজ্য উপদেষ্টা

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে, যা আমাদের অর্থনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ‘বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত জাতীয় কর্মশালার’ উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এই পরিবর্তনটি প্রচুর সুযোগ তৈরি করবে, তবে এর জন্য আমাদের ব্যবসায়িক সংগঠন এবং মানবসম্পদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় নিরাপত্তা ও পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এলডিসি উত্তরণের পরিবর্তনে আমাদের ব্যবসায়িক সংগঠন এবং মানবসম্পদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক জর্জ ক্যাস্ট্রো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী বক্তৃতা করেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমরা যতই এগিয়ে যাব, বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় জড়িত হবে। এছাড়াও, ইইউ, এসএএসইসি এবং আসিয়ানের মতো আঞ্চলিক ব্যবসায়িক গোষ্ঠীগুলির সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে।

তিনি বলেন, তিনদিনের এই কর্মশালা ডব্লিউটিও’র নিয়ম ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বোধগম্যতা বৃদ্ধি করবে এবং তাদের কাজে এই অর্জিত জ্ঞান প্রয়োগ করার সক্ষমতা উন্নত করবে।

তিনদিনব্যাপী কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়, ডব্লিউটিও, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা অংশ নিচ্ছেন।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/