দুর্নীতিমুক্ত কৃষি খাত প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো “কৃষক সমাবেশ–২০২৫”। বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে শেষ হয়। পরে সেখানে শুরু হয় বৃহৎ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি.আর.এল) মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম. আতিকুজ্জামান এবং ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণজয় কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা মৎস্য অফিসের (অ.দা) মোঃ গোলাম সরোয়ার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা সাধন কুমার সরকার, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত বিএডিসি বীজ বিপণন কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক শমী বাড়ৈ, ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সিও’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ শামসুল আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ কামরুজ্জামান। সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুসা সমাবেশের সার্বিক দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ আহসানুল ইসলাম ডন।
বক্তারা দুর্নীতিমুক্ত কৃষি ব্যবস্থাপনার পাশাপাশি কৃষকের প্রতিটি ফসলের মূল্য নির্ধারণে সরকারি নজরদারি আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তারা আরও বলেন-কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে কোনো কৃষক মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মাননা প্রদানের বিধান করা উচিত। একই সঙ্গে জৈব সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের বাজারদর স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান বক্তারা।
https://slotbet.online/