যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ২৮৬ বোতল ভারতীয় WINCEREX কফ সিরাপ আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করার অংশ হিসেবে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (১ অক্টোবর ২০২৫) পুটখালী বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ব সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।
বিজিবি সূত্র আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।