• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অভিনব কৌশলে প্রতারণা ‎উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশংসাপত্র দিতে অর্থ আদায়ের অভিযোগ বিরলে প্রতিপক্ষের হুমকিতে শান্তিপূর্ণ বসবাসের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা পিরোজপুরে ছাত্রলীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন আতিকুর রহমান খান হৃদয় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ‘বহিরাগত’ তকমা দিয়ে বিএনপি প্রার্থীকে হুমকি: আইন ও আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন সুন্দরবনে ৩ হরিণ শিকারি আটক, ৬০০ ফুট ফাঁদ ও ট্রলার জব্দ বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ! ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী স্কুল ‘রাইজিং চাইল্ড কেয়ার’

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী স্কুল ‘রাইজিং চাইল্ড কেয়ার’

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় অবস্থিত ‘রাইজিং চাইল্ড কেয়ার’ স্কুলে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও পোশাক প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে স্কুলটির নতুন অবকাঠামো ও একটি সুপেয় পানির কল উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজ আনার কলি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু, বিহঙ্গ শিল্পগোষ্ঠীর কর্ণধর শাহিনুর আলম লিটন এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাজিব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ কাজল বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর মতো উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত অনুকরণীয়। শিক্ষাই পারে দারিদ্র্য ও বঞ্চনার চক্র ভেঙে একটি মানবিক সমাজ গড়ে তুলতে। তিনি এই ধরনের উদ্যোগ এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।

জানা গেছে, বর্তমানে ‘রাইজিং চাইল্ড কেয়ার’ স্কুলটিতে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যবই, শিক্ষা উপকরণ ও পোশাক সরবরাহ করা হচ্ছে। স্কুলটিতে কর্মরত তিনজন শিক্ষককে নিয়মিত বেতন প্রদান করছেন স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব।

প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব একজন তরুণ উদ্যোক্তা। অনলাইন ব্যবসা থেকে অর্জিত অর্থ তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। এর আগে ‘১০ টাকায় ইফতারি’ কর্মসূচির মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। এছাড়াও শীতকালে কম্বল বিতরণ এবং গ্রীষ্মকালে শরবত ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করে থাকেন তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, হাসিন মুহিবের মতো তরুণদের মানবিক উদ্যোগ প্রান্তিক শিশুদের জীবনে আশার আলো জ্বালাচ্ছে। এ ধরনের উদ্যোগ রাষ্ট্র ও সমাজের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/