• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অভিনব কৌশলে প্রতারণা ‎উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশংসাপত্র দিতে অর্থ আদায়ের অভিযোগ বিরলে প্রতিপক্ষের হুমকিতে শান্তিপূর্ণ বসবাসের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা পিরোজপুরে ছাত্রলীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন আতিকুর রহমান খান হৃদয় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ‘বহিরাগত’ তকমা দিয়ে বিএনপি প্রার্থীকে হুমকি: আইন ও আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন সুন্দরবনে ৩ হরিণ শিকারি আটক, ৬০০ ফুট ফাঁদ ও ট্রলার জব্দ বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ! ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী স্কুল ‘রাইজিং চাইল্ড কেয়ার’

কোর অব মিলিটারি পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান (সাগর) / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আজ সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস)-এ কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান সিএমপিসিএন্ডএস প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে কোর অব মিলিটারি পুলিশের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া) এবং কমান্ড্যান্ট, সিএমপিসিএন্ডএস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশের অধিনায়কগণ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি কোরটির প্রযুক্তিগত আধুনিকায়ন, গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

বক্তব্যে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারি পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ কোরের অনন্য অবদানের কথা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের পেশাদার ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া), সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিএমপি ইউনিটের অধিনায়কগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কোর অব মিলিটারি পুলিশের ৭ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন।
সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল প্রাঙ্গণে সামরিক রীতি ও ঐতিহ্য অনুসরণ করে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কোর অব মিলিটারি পুলিশের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টের হাতে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/