• রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা রামিম গ্রেফতার বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ গ্রহণ করলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক নওগাঁ মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল সহ ০৫ জন গ্রেফতার মির্জাপুরে তক্তার চালা শাহীন স্কুল তক্তারচালা শাখা উদ্বোধন পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৪তম পর্ব অনুষ্ঠিত মধুহাটিতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহেশপুরে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কার চায়ের দোকানে ঢুকে পড়ল, নিহত ১ আহত ৩ চিকিৎসা না পেয়ে দুই দিন কষ্টে ছিল নির্যাতিত শিশু, পরিবার ছিল চাপে ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক -২

ঠাকুরগাঁওয়ে অন্যের জমি দখল- শফিকুল ও ছেলে রাকিবের দাপটে আতঙ্কে স্থানীয়রা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ গ্রামের শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি দখলকৃত জমির কোনো কাগজপত্র দেখাতে না পারলেও তাদের দাপট অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কিছুদিন ধরে আউলিয়াপুর ইউনিয়নের ওই গ্রামে জমি দখলের ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ ঘটনায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। খবর পেয়ে জেলা সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন।

তথ্য অনুযায়ী, মাদারগঞ্জ মৌজার জেল নং-৪০, দাগ নং ৫৭৯৬-এর সাড়ে ৪৮ শতক জমির প্রকৃত মালিক হলেন মৃত নইমউদ্দীন (মন্ডল) ও তার স্ত্রী মৃত মনোয়ারা বেগম। তাদের পরিবার বাইরে থাকার সুযোগে শফিকুল ইসলাম সাপর এই দাগের প্রায় ৩ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। শুধু তাই নয়, শফিকুল ইসলাম সাপর একই গ্রামের রবিউল ইসলামের প্রায় ৭ শতক জমিও জোর করে দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম।

রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, শফিকুল ইসলামের ছেলে রাকিব আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হওয়ায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা জামায়াতের শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জেলা কমিটি কী পদক্ষেপ নেয়, সেই দিকে তাকিয়ে আছেন তারা। ভুক্তভোগীরা চান, যাতে কেউ অন্যায়ভাবে কারও জমি দখল করতে না পারে।

এদিকে, সংবাদকর্মীরা শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের কাছে জমি দখলের কারণ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা দখলকৃত জমির পক্ষে কোনো নথি দেখাতে পারেননি। উল্টো রাকিব তার ব্যক্তিগত ফেসবুক পেজে সাংবাদিকদের নিয়ে মিথ্যাচার করছেন, যা গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

জমির মালিক মৃত নইমউদ্দীন মন্ডলের ছেলে মুজাহারুল ইসলাম জানান, শফিকুল ইসলাম সাপর অন্যায়ভাবে তাদের এবং রবিউল ইসলামের জমিও দখল করেছেন। বারংবার শালিস বৈঠক হলেও তিনি তা মানতে রাজি নন। এলাকার মানুষ তাদের হাত থেকে মুক্তি চান।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ জানিয়েছেন, রাকিবের বিরুদ্ধে জমি দখলের লিখিত অভিযোগ এসেছে এবং দ্রুতই বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/