নড়াইলে জামায়াত ইসলামীর ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস ও মাওলানা মির্জা আশেক এলাহি।
কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এছাড়া জেলা সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবুল বাশার ও অধ্যাপক আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জামিরুল হক টুটুল, খিয়াম উদ্দিন, ড. খান আব্দুস সোবহানসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে পি আর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে জমায়াতের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন জামায়াতে ইসলামী একটি নির্বাচনমূখী দল আগামী ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে তা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানেরই সবার আগে দাবি জানিয়েছিলেন।
পরিশেষে সকলের প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠে এবং সফলভাবে সমাপ্ত হয়।