গাজীপুর জেলা জুড়ে অপরাধের আঁকড়ায় রূপান্তরিত হয়েছে।
১৪ জানুয়ারি রোজ বুধবার বিকাল ৫:৩০ ঘটিকায় সময়, কালিয়াকৈর উপজেলা অধীনস্থ মৌচাক এলাকায় মুদি ব্যবসায়ির সাথে ঘটেছে এমন একটি অভিনব প্রতারণা।
মুদি দোকানি মজনু মিয়া, দৈনিক বাংলার দূত'কে জানান, বিকালে একলোক একটি বক্স নিয়ে আসে ,এসে বলে এই বক্স একটা নতুন আইপিএস এর ব্যাটারি আছে, আমার বাসায় গ্যাস সিলেন্ডার খালি হয়ে গেছে, এই বক্সটা রেখে আমাকে একটা সিলেন্ডার দিন আমি টাকা নিয়ে আসছি।
নতুন ব্যাটারির মোড়ক দেখে সরল মজনু মিয়ার মনে বিশ্বাস হয় এবং গ্যাস সিলেন্ডার দিয়ে দেয়। সময় অতিবাহিত হলেও ফিরে আসেনাই প্রতারক। আশেপাশের দোকান মালিকদের সহযোগিতা নিয়ে বক্স খুলে দেখতে পান বিতরে সিমেন্টের ব্লক ও ইট রাখা। স্থানীয় মোবাইল ব্যবসায়ি মাইদুল ইসলাম বলে বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের সংকট, এই সময় এমন প্রতারক হতে দেশবাসি সকলকে সাবধান থাকতে হবে। এটা একটা দুঃখজনক ঘটনা
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.