
উল্লাপাড়ায় কালোজিরা চাষে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষক, কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল কালোজিরা চাষে বেশী আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
ফলে দিন দিন কালোজিরার চাষ বৃদ্ধি পাচ্ছে। উল্লাপাড়ার জমি গুলোতে আবাদকৃত ফসলের অবস্থা ভালো হওয়ায় কালোজিরা চাষে করতে ঝুকছে কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়,চলতি মৌসুমে উপজেলায় ১ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে৷
মৌসুমে রোগ এবং তাপ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করা হয়েছে।
উচ্চ ফলনশীল জাতের কালোজিরা এ বছর চাষ করা হয়েছে। বিশেষ করে কালোজিরা চাষের সময়, কৃষকদের কালোজিরা বীজ পরিশোধন করে বীজের মরা প্রতিরোধের পরামর্শের ফলে কৃষকদের দ্বারা বাহিত রোগের সংখ্যা কমেছে।
কৃষি বিভাগের পরামর্শে, সময়ের সাথে সাথে কালোজিরা ক্ষেতে বিভিন্ন ধরণের কীটনাশক স্প্রে করার ফলে ভয়ঙ্কর কোন রোগ দেখা দেয়নি বলে জানান কৃষকরা।
উল্লাপাড়া উপজেলার বাদুল্লাপুর গ্রামের কৃষক আবু সাইদ খাঁন জানান, তিনি কৃষি বিভাগের সহায়তায় ১ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করেছেন।কালোজিরার ভালো ফলনের আশা আশা করছেন তিনি ।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন,
উপজেলায় উচ্চ ফলনশীল কালোজিরা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এই মৌসুমে রোগ বালাই এত তীব্র হয়নি।
কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিসের সহায়তা সব সময় অব্যহত রয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে কালোজিরা উৎপাদন ভালো হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.