বিদ্রোহের নাম: শহীদ ওসমান হাদী
মো: রেজাউল করিম
রক্তে লেখা এক নাম—
ওসমান হাদী,
ভীরুর শহরে একা দাঁড়িয়ে
বজ্রকণ্ঠে সত্য বলেছিলে তুমি।
বুলেটের চেয়েও ধারালো ছিল তোমার শব্দ,
কারাগারের দেয়াল কাঁপত
তোমার উচ্চারণে—
“অন্যায় মানি না, মাথা নত করি না!”
তুমি ছিলে না রাজসিংহাসনের সন্তান,
তুমি ছিলে রাজপথের আগুন,
পায়ের নিচে পিষে দেওয়া
লাঞ্ছিত মানুষের স্বপ্ন।
যখন সবাই চুপ,
তুমি তখন বজ্রপাত,
যখন সবাই হিসাব কষে,
তুমি তখন আত্মত্যাগ।
তোমার রক্ত মাটিতে পড়েনি বৃথা,
সে রক্তে জন্ম নিয়েছে
হাজারো হাদী,
হাজারো অনমনীয় কণ্ঠ।
শাসকের ঘুম কেড়ে নেওয়া
একটি নাম—ওসমান হাদী,
যার মৃত্যু নেই,
যার কফিনও বিদ্রোহ শেখায়।
তুমি শহীদ নও শুধু,
তুমি এক চলমান আগুন,
যতদিন অন্যায় থাকবে—
ততদিন তুমি বেঁচে থাকবে, হাদী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.