
যশোরের কোতোয়ালী থানার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, আটক দুই যুবকের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
আটককৃতরা হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহের মহেশপুর থানার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ মাহাফুজ আলম (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল— চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার।
ঘটনার পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বেড়ে যাওয়ায় বিজিবি নজরদারি ও অভিযান জোরদার করেছে। তিনি বলেন, “সীমান্ত এলাকায় স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.