সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ভূমি অফিসের আওতাধীন বনবাড়িয়া বচনীগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত সরকারি রাস্তার বেশ কয়েকটি গাছ জোরপূর্বক কেটে নেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, ১ নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম শরীফ (পিতা: মৃত মনির হোসেন) এই গাছ কাটার সাথে সরাসরি জড়িত। অনুমতি ছাড়া সরকারি সম্পদের এমন ক্ষতি স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ বিষয়ে মুঠোফোনে ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,
“আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। কাটা গাছগুলো একজনের জিম্মায় রেখে এসেছি। বিষয়টি তদন্তাধীন আছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.