ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজসেবা কর্মী মাহবুব আলম (৪০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজসেবা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।
স্হানীয়রা জানান, রাণীশংকৈল সমাজসেবা অফিসের দুই সহকর্মী এক মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে খুটিয়াটুলি এলাকায় আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা নেকমরদ গামী একটি কাভার্ড ভ্যান মাহবুবের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী রাণীশংকৈল সমাজসেবা অফিসে সুপারভাইজার খাইরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেশ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.