বিরলে দশম গ্রেডে বেতনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ১০ম গ্রেড বাস্ততায়ন পরিষদ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সদস্যরা এই কর্মবিরতি পালন করেন। দাবি আদায় না হলে আগামী ৩ ডিসেম্বর-২০২৫ অর্ধদিবস কর্মবিরতি ও ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে হাসপাতাল শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
এসময় আন্দোলনকারীগণ বলেন, আমরা দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানালেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সময় আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না করায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ১০ম গ্রেড বাস্তবতায়ন পরিষদের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় আমরা বিরলেও সকাল ৯টা থেকে ১১টা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। আমাদের এই যৌক্তিক দাবী দ্রুততম সময়ের মধ্যে মেনে নেয়া না হলে সামনে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিক্যাল টেকনোলজিস্ট (এক্স-রে) মোঃ তোফাজ্জল হোসেন, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোঃ হযরত বেলাল, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোছাঃ তছলিমা আক্তার, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোঃ জাকিরুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোছাঃ আজিনুর, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোছাঃ রেবেকা সুলতানা, ফার্মাসিস্ট মোঃ মোতসিম বিল্লাহ্, ফার্মাসিস্ট মোছাঃ নাসরিনা বেগম, ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম, ফার্মাসিস্ট শ্রী অসীম কুমার, ফার্মাসিস্ট মোঃ তোয়াব হোসেন, ফার্মাসিস্ট মোছাঃ এলিনা আকাতার, মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) রিপন সরকার প্রমূূূখ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.