বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সংগঠনটির ভেরিভাইড ফেসবুক পেইজে ১৫১ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়। ছয়মাস মেয়াদি এ কমিটির অনুমোদন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশীদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তরুণ কবি ও লেখক মোঃ মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোঃ শাফায়াত উল্লাহ, সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ আমিরুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আহত জুলাইযোদ্ধা মোঃ আল আমিন মণ্ডল। এছাড়াও সংগঠনের মুখ্য সংগঠক পদ পেয়েছেন আহত জুলাইযোদ্ধা মোঃ তুহিন মোল্যা ও মুখপাত্র পদে রয়েছেন আরেক জুলাই আহত নুসরাত জাহান দৃষ্টি।
১৫১ সদস্যের উক্ত কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম সদস্য সচিব, ২০ জন সংগঠক রয়েছেন। কমিটিতে রয়েছেন- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কারাবরণকারী ৫ জন, জুলাই শহিদ পরিবারের ২ জন সদস্য, জুলাই আহত ১৬ জন, আহত পরিবারের সদস্য ২ জন, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ২ জন। এছাড়াও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার জন্য ৩ জন মেডিকেল শিক্ষার্থীকে রাখা হয়েছে কমিটিতে।
নতুন কমিটি বিষয়ে সদ্য নিযুক্ত আহ্বায়ক মিনহাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে মাঠে ছিল বা আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছে এমন ছাত্র, আহত জুলাইযোদ্ধা, আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ইত্যাদির সমন্বয়ে এ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সংগঠন। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এ সংগঠন কাজ করে যাবো। যদিও এতবড় দায়িত্ব আমরা নিতে চাইনি। কেন্দ্রীয় সংগঠন থেকেই দায়িত্বের বোঝা আমাদের ওপর দেয়া হয়েছে। তাই নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাইবো।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে আছেন- আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, মোঃ শুভ মোল্যা, হাবিবুর রহমান লাজুক, নবাব মোল্যা, গুরুতর আহত জুলাইযোদ্ধা শিফায়েত চৌধুরী,
মেহেদী হাসান, শর্মী ইসলাম রাত্রি, মোঃ শফিউল ইসলাম, আব্দুল কাদের মোল্যা, রাহুল ইসলাম, মোঃ মোতাসসিন বিল্লাহ, মোঃ নয়ন শেখ, নুসরাত জাহান ঝুমা ও শেখ মোঃ অনিক। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন শাহারুল আলম, মোঃ আকাশ শেখ, মোঃ নাঈম সিকদার, আহত জুলাইযোদ্ধা সাকিবুল হাসান,
মোঃ ইমরান শেখ, তামিম ও শিফাতুল্লাহ আল মঈন, জুবায়ের আহমেদ ছোটন, সুরাইয়া খানম (রাত্রি),
মাহফুজুর রহমান নাবিল, জিশান রাব্বি, মোঃ ইবাদুর রহমান শেখ ও ফারজানা ফেরদৌসী প্রীতি।
সংগঠক পদে আছেন- আহত জুলাইযোদ্ধা আরিয়ান, নিলয় খান, শাকিল উদ্দিন, সাদ বিন আবিদ, ইমরান মাহমুদুল, সাব্বির রহমান, সামিয়া রহমান, মোঃ সাব্বির হোসেন, সাদাব আলম, মোঃ সাজিদুর রহমান, মোঃ মামুন শেখ, মোঃ কায়েস আহমদ (ইছাক), মোঃ হাসিবুর রহমান, মোঃ মুমিনুল ইসলাম, মোঃ রছিকুল ইসলাম, আবুল কাশেম মামুন,
জান্নাতুল ফেরদৌস বাপ্পি, মামুন মুন্সী,নমোঃ ফারহান ও আলী আজগর। সহকারী মুখপাত্র হিসেবে আছেন সুরাইয়া আলম নির্ঝরা।
এছাড়াও কমিটির সদস্যপদে আছেন জুলাই শহিদ সালাউদ্দিন সুমনের স্ত্রী ফাতেমা আক্তার তমা, মোঃ রাশেদুল ইসলাম, জুলাই শহিদ সালাউদ্দিন সুমনের ভাতিজা মোঃ মইন মোল্লা, আহত জুলাইযোদ্ধা মাসুম বিল্লাহ, মোঃ বায়েজিদ খন্দকার, এম এম সিফাতুল্লাহ, আহত জুলাইযোদ্ধা রিয়াজুল ইসলাম,
মোঃ হাদিউজ্জামান, মোঃ মারুফ হাসান, ওসমান গণি, আহত জুলাইযোদ্ধা হৃদয় খান, নুর ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম (রিফাত), মোঃ জিহাদ কাজী, আবু ওবায়দা তমাল, বাপ্পারাজ, রেজাউল ইসলাম,
জুলাই আহত খান মাসুম বিল্লাহ, আহত জুলাইযোদ্ধা মোঃ মাহিনুর শেখ, মোঃ আবু মুছা মোল্ল্যা, শিপন মিয়া, ইয়াসিন মিয়া আকাশ, আরিফুর রহমান, মঈন খান, গোলাম রাব্বি, সাইফুল ইসলাম, খান মোঃ রাশেদুল ইসলাম, মোঃ সোহেল মোল্লা, মোঃ আব্দুল কাদের, বোরহান গাজী, পরশ আহম্মেদ জয়, মোঃ নেওয়াজ নাহিদ নিপু, মোঃ ইয়ামিন মজুমদার,
শাহ পরান, মোঃ আতিকুর রহমান, হাসিবুর রহমান, মিজানুর রহমান মুন, আজিজুর রহমান হৃদয়, মোঃ আজিজুর রহমান, মোঃ আকিবুর রহমান, মোঃ ইব্রাহীম সরদার, উসমান গণি সালেহ, মুকিত মুহাররিম, সানজিদা আক্তার জবা, মেঃ জামাল মোল্লা, মোঃ রওশন আলী, শাহরিয়ার রাহাত, মোঃ আবু ঈসা, তন্ময় রেজা, মোঃ খালিদ মৃধা, মোঃ ইব্রাহিম মৃধা, মোঃ মারজান মোল্লা, মোঃ আলি আহসান শেখ, মোঃ আবিদ খান, লামিয়া নওরীন জিম, আই.বি উজ্জ্বল, মোঃ মাহফুজ আহসান, মোঃ রাজিব, মোঃ আরিফ আব্দুল্লাহ, আজবাহাউদ্দিন ফয়সাল, মোঃ নাঈম বেগ, সাব্বির আহমেদ, সাফিয়া ইসলাম মুন, মোঃ রুবেল শিকদার, মোঃ আরাফাত হোসেন (শুভ), লিজা আক্তার, জান্নাতি খানম, রিয়া খাতুন, মোঃ নাজমুল ইসলাম, হামিদা খানম, মোঃ মুরাদ মোল্যা, ইনজামুল, মুনতাসির, আরিয়ান, মোঃ সোহান, মোঃ মুজাহীদ, মুরাদ মোল্যা, রিয়াদ খান, আবুজার মোল্যা, রাহুল শেখ, হৃদয় গাজী, আদর আব্দুল্লাহ, মোঃ শাকিল শেখ, আশিকুর রহমান নয়ন, উসরাত জাহান, মেহরীন চৌধুরী, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহ নোমান, মোঃ আরিফুজ্জামান, মুসলিমা খাতুন শান্তা, মোঃ মেসবাহ উদ্দিন, মোঃ মেহেদী হাসান, আশিক কাজী, আহসান হাবিব, হুমাইদ ইসলাম, হাবিবুর রহমান নিশাদ, আর.বি খালিদ ও মোঃ আবিদুল মোল্যা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.