
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে আজ সোমবার সকাল থেকে যমুনা সেতু পূর্ব গোলচত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
বিক্ষোভকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন—
“টাঙ্গাইল চাই ঢাকা বিভাগে, নয়তো আন্দোলন চলবে রণপথে!”
অবরোধের ফলে কিছু সময়ের জন্য ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বক্তারা বলেন, টাঙ্গাইলের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক সম্পর্ক বহুদিন ধরে ঢাকার সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই টাঙ্গাইলকে নতুন প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে নেওয়ার সিদ্ধান্ত জনগণ কখনো মেনে নেবে না।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি:
“সরকার যদি টাঙ্গাইলকে ঢাকা বিভাগ থেকে আলাদা করার চেষ্টা করে, তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে এবং সরকারের কাছে দাবিটি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.