আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের প্রসার ও শিল্পের বিকাশই আমাদের অঙ্গীকার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৩৪তম বার্ষিক সাধারণ সভা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী সমাজ ও অংশীজনদের উপস্থিতিতে ছিল এক বর্ণাঢ্য আয়োজন।
সভায় বক্তারা বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন তাদের তুলনায় বর্তমান কার্যকরী পরিষদের নেতৃত্বে চেম্বার এখন অনেক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সামনের দিনগুলোতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও শিল্পের বিকাশে আরও ইতিবাচক ভূমিকা রাখবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির প্রধান উপদেষ্টা এডভোকেট এম এ মজিদ ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান জাকারিয়া উপস্থিত ছিলেন রথীন্দ্রনাথ রায় উপপরিচালক স্থানীয় সরকার ঝিনাইদহ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক তোফাজ্জল হোসেন ও উপস্থাপন করেন করেন চেম্বার পরিচালক মোঃ আব্দুল মতিন।
সভায় অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আগামী দিনে কিভাবে আরও ভালো সাফল্য অর্জন করা যায় তা নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়। ২০২৪ সালের আয় ব্যায় এবং ২০২৫ সালের সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা সভা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.