ঝিনাইদহের কালিগঞ্জের "কসাইখানা" নামে পরিচিত ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা (প্রা:) হাসপাতালে ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত উৎস ভট্টাচার্য্ সরকারি মাহাতাব উদ্দিন কলেজের এইচ এস সি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র।
নিহতের স্বজনরা জানায়, নাকের পলিপাস অপারেশনের জন্য বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা(প্রাঃ) হসপিটালে ভর্তি হন উৎস ভট্টাচার্য্য । ওই রাতেই ফাতেমা (প্রাঃ) হাসপাতালের চিকিৎসক কাজি রাজিবুল ইসলাম তার অপারেশন করেন। অপারেশনের পর সকাল পর্যন্ত তার জ্ঞান না ফেরায় (৭ মার্চ) শুক্রবার তড়িঘড়ি করে যশোরে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে যশোর নেয়ার পথে সকাল আনুমানিক সকাল ৯ টায় তার মৃত্যু হয়।
নিহত উৎস ভট্টাচার্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়নের উজ্জ্বল ভট্টাচার্যের ছোট ছেলে।
এদিকে মৃত্যুর পর রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের ভাই অনিমেষ ভট্টাচার্য্য বলেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু অপারেশনের পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে যশোরে নেয়ার পথে মারা যায়।
ফাতেমা (প্রাঃ) হাসপাতালের নির্বাহী পরিচালক একরামুল হক বলেন, রোগীটির অপারেশনের পর আর জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে এমনটি ভেবেছিলাম, কিন্তু রুগীর অবস্থার অবনতি হলে আমরা তাকে যশোর পাঠাই। পথিমধ্যে সে মারা যায়।
এদিকে এ ব্যাপারে মন্তব্য জানতে কর্তব্যরত চিকিৎসক কাজি রাজিবুল ইসলাম কে ফোন করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন আমার কাছে লিখিত একটি অভিযোগ আসছে আমি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কালিগঞ্জের কসাইখানা নামে পরিচিত এই ফাতেমা হসপিটালে প্রায়ই রোগীর মৃত্যু হয়। এবং ক্লিনিক মালিক মোটা অংকের বিনিময়ে সবকিছু দফারফা করে থাকেন। আর কত মৃত্যু হলে প্রশাসন এই ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে কঠোর হবে?...
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.