বাংলারদূত বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। অনেকদিন ধরেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে ভারতীয় গণমাধ্যম সয়লাব। তবে সে গুঞ্জনের মধ্যেই হঠাৎ একসঙ্গে দেখা গেল তাদের।
সম্প্রতি মেয়ে আরাধ্যর ১৩তম জন্মদিনের পার্টিতে অভিষেক এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা যায়। সে পার্টির বেশকিছু ভিডিও এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল!
জানা যায়, গত ১৬ নভেম্বর ছিল আরাধ্যর জন্মদিন। সে উপলক্ষ্যে এক জমকালো পার্টির আয়োজন করা হয়। সেখানে ঝলমলে পোশাকে দেখা যায় আরাধ্যকে।
আর মেয়ের জন্মদিনে নিজেদের সব বিভেদ ভুলে একাট্টা হন অভিষেক-ঐশ্বরিয়া।
আরাধ্য’র জন্মদিনের পার্টি আয়োজনের পেছনে ছিল প্লেটাইম ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা মেলে অভিষেক এবং ঐশ্বরিয়ার।
বাংলারদূত/এআর
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.