শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান বলেছেন, “আমরা আপনাদের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। এতদিন পূজা সুন্দরভাবে চলেছে, এবং আমরা বিশ্বাস করি বাকি সময়টাও একইভাবে নির্বিঘ্নে উদ্যাপন করতে পারবেন।” শুক্রবার (১১ অক্টোবর) রমনা কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা
সেনাপ্রধান আরও বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায় মিলেমিশে একসঙ্গে বসবাস করে আসছে। এটি আমাদের ঐতিহ্য, এবং এই সম্প্রীতি ভবিষ্যতেও সমানভাবে বজায় থাকবে।”
তিনি জানান, পূজা উদ্যাপনে সর্বত্র উৎসবমুখর পরিবেশ বজায় থাকায় তিনি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি
সেনাপ্রধান বলেন, “ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে উৎসব পালন করতে পারেন।”
এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন— বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিন বাহিনীর প্রধানদের উপস্থিতি থেকে স্পষ্ট, দুর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
আনন্দঘন ও নিরাপদ পূজার আশ্বাস
সেনাপ্রধানের আশ্বাসে সনাতন সম্প্রদায়ের মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদ্যাপনের বিষয়ে আরও আশ্বস্ত হয়েছেন। তিনি বলেন, “আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদ্যাপন করছেন, তা দেখে আমি সত্যিই আনন্দিত। আশা করি, শেষ পর্যন্ত সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।”
সেনাপ্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে দেশের সর্বস্তরে ধর্মীয় সম্প্রীতি এবং নিরাপত্তার প্রতিশ্রুতি আরও সুসংহত হলো।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2025 banglar doot. All rights reserved.